আশিকুর রহমান হৃদয়:
মোহনা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমানের পিতা সদ্য প্রয়াত নূর-মোহাম্মদ সরদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার বাদ জুমা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের সকল মসজিদ সহ জেলার ৬ টি উপজেলার ৫৬ টি মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়াও মাদ্রাসা, এতিম ও গরীবদের মাঝে ৫ দিন যাবত উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য, গত রবিবার দুপুর ২ টায় বার্ধক্য জনিত কারণে তিনি ছয়গাঁও বাংলা বাজার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিলো ১০২ বছর। তিনি ৫ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Facebook Comments