জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে রিকশা চালকের সংবাদ সম্মেলন

আশিকুর রহমান হৃদয়:

জমি বিক্রি করে ৩০ বছর ধরে দলিল করে না দেওয়া ও হুমকি ধামকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রিকশা চালক ফরজ আলী ও তার পরিবার।

২৭ নভেম্বর বুধবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরপাইয়াতলী কাজি হাজী এলাকায় ভুক্তভোগী রিকশা চালক ফরজ আলীর বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে ফরজ আলী ও তার মেয়ে রোজিনা আক্তার বলেন, শরীয়তপুর জেলা পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর হোসেন প্রায় ৩০ বছর আগে আমাদের কাছে জমি বিক্রি করে। এবং একমাসের মধ্যে দলিল করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ওইসময় নূর হোসেন সম্পুর্ণ জমি বিক্রির টাকাও নিয়ে যায়। এখন প্রায় ৩০ বছর পার হলেও আমাদের জমির দলিল বুঝিয়ে দিচ্ছে না। এর আগে বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি দলিল করে দেওয়ার কথা বললেও এখনো তা দিচ্ছেন না। উল্টো আমাদের বলে ১০ লাখ টাকা না দিলে জমি দলিল করে দিবে না। পাশাপাশি আমাদের পুলিশ দিয়ে হয়রানির করার ভয়ভীতি ও মারধরের হুমকি ধামকি দেয়। আমরা স্থানীয় প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা নূর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলবেন বলে সংযোগ বিছিন্ন করে দেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: রায়েজুল আলম // শরীয়তপুর জেলার জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

কপি না করার জন্য ধন্যবাদ।