আজকের শরীয়তপুর প্রতিবেদক:
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপির), উদ্যোগে শরীয়তপুর জেলা ও উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শুক্রবার সকালে শরীয়তপুর জেলা সুপ্রিম পার্টি (বিএসপির) জেলা অফিস মাঠ প্রাঙ্গণে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রিম পার্টি শরীয়তপুর জেলার সভাপতি, মোঃ আছালদ্দিন সরদারের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক, চৌধুরী মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত মহাসচিব, বাংলাদেশ সুপ্রিম পার্টি( বিএসপি), কেন্দ্রীয় কমিটি ও সদস্য, স্থায়ী পরিষদ মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক রাষ্ট্র , মানবিক রাষ্ট্র, জনকল্যাণ রাষ্ট্র, এবং সকল ধর্মের মানুষ সমান ভাবে রাষ্ট্রীয় অধিকার পাবে, এই লহ্মে বাংলাদেশ সুপ্রিম পার্টি সবসময় সকল চেষ্টায় রত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি), কেন্দ্রীয় কমিটি ও সদস্য স্থায়ী পরিষদের দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), কেন্দ্রীয় কমিটির সহকারী বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক এস.এম জাকির হোসেন (চঞ্চল)।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) শরীয়তপুর জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
Facebook Comments