আজকের শরীয়তপুর প্রতিবেদক:
নুসরাত জাহান নীলা বর্তমানে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কর্মরত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট থেকে নীলা বিবিএ ও এমবিএ সম্পন্ন করে ট্রাস্ট্র ব্যাংক লিমিটেড এর ট্রেইনি সিনিয়র অফিসার পদে যোগদান করেন। এরপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শন অধিদপ্তরে সহকারী মহাপরিচালক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন নারায়নপুর ইউনিয়নের পুটিয়ার ঐতিহ্যবাহী বড় তালুকদার বাড়ির গর্বিত সদস্য নুসরাত জাহান নীলা। নুসরাত জাহান নীলার বোন ইসরাত জাহান ইলা জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অনুষদের লেকচারার। তার ভাই আশিকুর রহমান আবীর আমেরিকার লাফায়েতে লুইসিয়ানা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ি অনেক আলোকিত মানুষের ঠিকানা। এই বাড়ির গর্বিত সন্তানরা সরকার, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে নিজেরা যেমন উজ্জ্বল হয়েছেন তেমনি দেশকেও আলোকিত করেছেন।
তালুকদার বাড়ির আরেক আলোকিত ব্যক্তি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কামাল উজ্জামান তালুকদার ও সুগৃহিনী আফরোজা খানম দম্পত্তির ত্রিরত্ন নুসরাত জাহান নীলা, ইসরাত জাহান ইলা ও আশিকুর রহমান আবীর।
নুসরাত জাহান নীলা অত্যন্ত মেধাবী, সৎ, নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যখন যে দপ্তরে দায়িত্ব পালন করেছেন তার সুযোগ্য নেতৃত্বে ও কর্মদক্ষতায় সেখানে আলোর পরশ লেগেছে।
ব্যক্তি হিসেবে নুসরাত জাহান নীলা অত্যন্ত মানবিক। মানবতাবাধী দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার সুনাম, পরিচিতি ব্যাপকভাবে বিস্তৃত। তার মত সৎ ও যোগ্য কর্মকর্তা প্রতিটি দপ্তরের সকল স্তরে থাকলে বাংলাদেশ অনেক আগেই সফলতার চরম শিখরে পৌঁছে যেত।
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও ২ সন্তানের জননী। তার স্বামী ড. আবুল খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক।
নুসরাত জাহান নীলা পুটিয়া তালুকদার পরিবারের সূর্য সন্তান, সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রশাসক, স্বনামধন্য সাংবাদিক টি. এম. গোলাম মোস্তফার ভাতিজি। সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকা পরিবারের পক্ষ থেকে নুসরাত জাহান নীলার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, দোয়া ও সার্বিক সফলতা কামনা করছি।
Facebook Comments