সম্পাদকীয়ঃ

শরীয়তপুরে একটি কার্যকর ও গ্রহণযোগ্য প্রেস ক্লাবের প্রয়োজনীয়তা

সংবাদ মাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যমের সাথে জড়িত রয়েছে সাংবাদিক। সংবাদ মাধ্যম ছাড়া যেমন সাংবাদিক অচল তেমনিই সাংবাদিক ছাড়া সংবাদ মাধ্যমও অচল। সংবাদ মাধ্যম ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সুতরাং সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। এই অপরিসীম গুরুত্বপূণ সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট সাংবাদিকদের সুবিধা-অসুবিধা, ভালো-মন্দ, উন্নয়ন-অগ্রগতি, সুরক্ষা-নিরাপত্তা বিধানের সাংবাদিক সংগঠনের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবেনা। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সাদাকে সাদা ও কালোকে কালো বলার কাজটা সহজ হয়ে যায়। একাকী অনেক কিছুই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সংগঠিত হয়ে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। সুতরাং যুগে যুগে সাংবাদিক সংগঠন সৃষ্টি হয়েছে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্টতার জরুরী প্রয়োজন।

কিন্তু অতি পরিতাপের বিষয় যে, কোন কালেই শরীয়তপুর নামীয় জনপদে কোন সাংবাদিক সংগঠন গড়ে ওঠেনি। সাংবাদিক সংগঠনের নামে যা হয়েছে তা কেবলিই স্বেচ্ছাচারিতা, আমিত্ব ও অপতৎপরতা। আমাদের স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়ে গেছে এরই মধ্যে সংবাদ মাধ্যম ও সাংবাদিকতায় এসেছে নতুনত্ব ও অভাবনীয় পরিবর্তন। এ নতুনত্ব ও অভাবনীয় পরিবর্তনের ছোঁয়া শরীয়তপুরের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের গায়ে কোনদিনই লাগেনি। না লাগার মূল কারণ- শরীয়তপুর অদ্যাবধি শক্তিশালী, গণতান্ত্রিক, সার্বজনীন, কার্যকর, গ্রহণযোগ্য ও অর্থবহ প্রেস ক্লাব নেই।

খোদ জেলা পর্যায়ে কোন কার্যকর, গ্রহণযোগ্য ও অর্থবহ প্রেস ক্লাব গড়ে ওঠেনি কিংবা উঠতে পারেনি। যার দায়-দায়িত্ব সাংবাদিকদের নিতে হবে। তবে এ দায়-দায়িত্ব অগ্রজ সাংবাদিকদের ঘাড়ে বেশী বর্তায়।

আমাদের অগ্রজরা আমাদের কোন দায়-দায়িত্ব নিতে পারেনি। যার ফলে শরীয়তপুর অঞ্চলের সাংবাদিকরা একদিকে যেমন অধিকার বঞ্চিত তেমনিই অন্যদিকে সাংবাদিক নামক পেশাটিও দিন-দিন কলুষিত হচ্ছে অপসাংবাদিকতার দাপটে।

শরীয়তপুরে একটি গ্রহণযোগ্য, কার্যকর ও অর্থবহ প্রেস ক্লাব না থাকায় সাংবাদিকদের দেখভাল করার কিংবা নিয়ন্ত্রণ করার কেউ নেই। যে যার মত চলছে-বলছে। লাগামহীন এ ধারা দিন-দিন প্রকট হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে সাংবাদিক নামীয় পেশাটি আর পেশা হিসেবে থাকবেনা। নিয়মনীতির বাইরে চলে যাবে সাংবাদিকরা। তাই সময়ের প্রয়োজনে সুষ্ঠু সাংবাদিকতার স্বার্থে, সাংবাদিকদের নিজেদের জন্যেই একটি আধুনিক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন বা প্রেস ক্লাব গঠন অতীব জরুরী। এ কাজটি করা সম্ভব হলে সকলের জন্যেই কল্যাণ।

সুতরাং এ মুহূর্তেই সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ঐক্যবদ্ধ প্রয়াসে একটি গ্রহণযোগ্য, কার্যকর ও অর্থবহ প্রেস ক্লাব গঠনের লক্ষে উদ্যোগ নিয়ে আসুন, আমরা সব দ্বিধা-দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে আমাদের স্বার্থেই শরীয়তপুরে প্রেস ক্লাব গড়ে তুলি।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজকের শরীয়তপুর প্রতিবেদক: স্বাধীনতাই আমাদের শক্তি—এই শ্লোগানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৬ তম বর্ষপূর্তি …

কপি না করার জন্য ধন্যবাদ।