রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি ইলিয়াছ, সম্পাদক রাব্বি।

নড়িয়া প্রতিনিধি //  নড়িয়া রিপোর্টার্স ইউনিটির (২০২৪-২৫) মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি ইলিয়াছ মাহমুদকে সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোঃ রাব্বি ছৈয়ালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নড়িয়া রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে প্রথম সাধারণ সভা শেষে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর নিকট কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

Naria Repoters unity
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ জিয়াউল হক টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি এ এম জীবন রায়হান, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি জামাল হোসেন, অর্থ সম্পাদক দৈনিক দেশচিত্রর প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহবুব সিকদার, দপ্তর সম্পাদক দৈনিক হুংকারের মিনহাজুর রহমান সানমুন, কার্যকরী সদস্য দৈনিক কালেরকণ্ঠের মাহবুব আলম, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আব্দুল খালেক ইমন, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি নাছির আহমেদ আলী, শরীয়তপুর পোর্টালের সুলতান মাহমুদ, ডেইলি গ্লোবাল নেশনের প্রতিনিধি মেহেদী হাসান।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে সরকারী নিষেধজ্ঞা অমান্য করে খাস জমিতে মাটি ভরাট

আব্‌দুল বারেক ভূঁইয়া: সরকারী নিষেধজ্ঞা অমান্য করে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ২৫নং গাগ্রী জোড়া মৌজার …

কপি না করার জন্য ধন্যবাদ।