আশিকুর রহমান হৃদয়:
শরীয়তপুরের ডামুড্যা প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় হলরুমে ডামুড্যা প্রেসক্লাবের আয়োজনে নতুন কমিটির এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আহ্বায়ক আব্দুল আজিজ শিশির, যুগ্ন আহ্বায়ক বিএম ইশ্রাফিল,নুরুল আমিন রবিন, মাহাবুব আলম,বাংলাভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান ও দৈনিক হুংকারের বার্তা সম্পাদক হারুন অর রশীদ হারুন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াল্ড জার্নালিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর মহাসচিব এম এ কাইয়ুম চুন্নু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা অফিসার ইনচার্জ এমারত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার ওবায়দুল রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, শিক্ষানুরাগী ও এ সামাদ ইসলামীয়া একাডেমি এর চেয়ারম্যান কামাল হোসেন ঝন্টু শিকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএনবাংলার জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, জি টিভি মানিক মোল্লা, বৈশাখি টিভির আব্দুল খালেক ইমন, যমুনা টিভির জেলা প্রতিনিধি শাকিল, গ্লোবাল টেলিভিশনের সাইফুল ইসলাম আকাশ, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি.এম গোলাম মোস্তফা, সংবাদ প্রকাশের জেলা প্রতিনিধি নয়ন দাস, বার্তা বাজারের জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়, সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার প্রধান সম্পাদক সোহেল রানা, দৈনিক আলোর জগৎ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব তালুকদার ও সাংবাদিক বাবু সিকদার সহ জেলা উপজেলা কর্মরত সাংবাদিক বৃন্দরা।
Facebook Comments