ভেদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মাসুম তালুকদার:

শরীয়তপুরের ভেদরগঞ্জে উত্তর তারাবুনিয়া স্টেশন বাজার বিএনপি’র পার্টি অফিসে ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রুহের মাগফিরাত কামনা অনুষ্ঠানে বক্তৃতাকালে শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শরীয়তপুর জেলার সভাপতি মো: শফিকুর রহমান কিরণ এর আস্থাভাজন উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনু) মোল্লা বলেন, বর্তমান পরিস্থিতিতে অতি উৎসাহিত হয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যেন সাধারণ মানুষের কোনো প্রকার হয়রানি, ঘর-বাড়ি ভাঙ্গচুর, জমি দখল, লুটতরাজ ও চাঁদাবাজি না করে তার জন্য বিএনপির সকল সদস্যদের সর্তক থাকার আহ্বান জানান। 

তিনি আরো বলেন, শরীয়তপুর জেলার বিএনপি সভাপতি মো: শফিকুর রহমান কিরণ এর নির্দেশনায় উত্তর তারানুনিয়ার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার হাত শক্তিশালী করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হামিদ বকাউল, শ্রমিকদলের সভাপতি আজমেরি আক্তার, বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহআলম মাল সহ বিভিন্ন নেতাকর্মী।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুর হাসপাতালে নার্স-কর্মচারীদের মারধর, প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ

আশিকুর রহমান হৃদয়: শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের পাঁচ কর্মচারীকে এক রোগীর স্বজনরা মারধর করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।