মসজিদের দরজায় নামাজ শেষে কাউকে যেন হাত পেতে দাঁড়িয়ে থাকতে না দেখি-কাজী আবু তাহের।

আব্দুল বারেক ভূঁইয়া// ভিক্ষুক পুর্ণবাসনের লক্ষ্যে ব্যবসা উপকরণ ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, মসজিদের দরজায় নামাজ শেষে কাউকে যেন হাত পেতে দাঁড়িয়ে থাকতে না দেখি। জেলা প্রশাসক আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভিক্ষুকদের কথা চিন্তা করে ভিক্ষুক পুর্ণবাসনের লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে দেশের সকল ভিক্ষুকদেরকে এই প্রকল্পের আওতায় এনে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভিক্ষা বৃত্তি  বন্ধ রাখার দাবিতে সকলে প্রতি জোড়ালো ভূমিকা পালনের আহ্বান করেছেন। ৫ ফেব্রুয়ারী বুধবার ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক পুর্ণবাসনের লক্ষ্যে ব্যবসা উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকতা মর্তুজা আল মুঈদ, ডামুড্যা পৌর মেয়র আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বমোট ২০ জন ভিক্ষুককে ব্যবসা উপকরণ ও ২,৫০০/= (দুই হাজার পাঁচশত) টাকা করে নগদ অর্থ প্রদান করেন এবং ডামুড্যা পৌর মেয়র ভিক্ষুকদের জন্য আরও ১,০০০/= (এক হাজার) টাকা করে প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।

Facebook Comments

About Sm Sohage

Check Also

শরীয়তপুরে ৪র্থ ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ

আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা ও জাজিরা উপজেলা সব মিলিয়ে ২০ জন ইউপি চেয়ারম্যান, …

কপি না করার জন্য ধন্যবাদ।