আলোকিত মানুষ ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম

টি. এম. গোলাম মোস্তফা:

একজন আলোকিত মানুষ হতে যা যা প্রয়োজন তা সবই বিদ্যমান ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম এর মাঝে। সৎ, সুশিক্ষিত, সু-প্রতিষ্ঠিত, মেধাবী ও মানবিক মানুষ গুলফাম। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি আপন প্রতিভা বিকশিত করতে স্বক্ষম হয়েছেন। সকল অসম্ভবকে সম্ভব করে ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম আজকের এ পর্যায়ে এসেছেন।

অত্র অঞ্চলের সুপরিচিত ঐতিহ্যবাহী, বিখ্যাত বকাউল পরিবারের সুযোগ্য সদস্য গুলফাম। পদ্মাপাড়ের শরীয়তপুর জেলাধীন ভেদরগঞ্জ উপজেলার অন্তর্গত চরভাগা ইউনিয়নের বকাউল পরিবারের নাম-ডাক জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত। এ পরিবারে অসংখ্য সদস্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত। বকাউল পরিবারের সুযোগ্য সন্তানগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম সুখ্যাতী অর্জন করে আমাদের ধন্য করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের বকাউল পরিবারের বিচরণ সুস্পষ্ট। ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফামও এর ব্যতিক্রম নন। অত্যন্ত মেধাবী গুলফাম একজন বুয়েট ইঞ্জিনিয়ার। বুয়েট থেকে প্রকৌশল বিদ্যায় উচ্চতর ডিগ্রী নিয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশে সুনামের সাথে নানা প্রতিষ্ঠানে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

শুধু চাকরী নয় তিনি বর্তমানে একজন সফল ব্যবসায়ীও বটে। একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম একজন সফল রাজনীতিবিদ হিসেবেও সুপরিচিত। উত্তরাধীকার ‍সূত্রে তার রক্তে রাজনীতি প্রবাহমান। জাতীয় পর্যায় থেকে স্থাণীয় পর্যায় পর্যন্ত সকল স্তরে চরভাগা বকাউল পরিবারের সদস্যগণ প্রতিনিধিত্ব করেছেন এবং সে ধারা এখনো বিদ্যমান।

সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম তার প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে পরাজিত করে ভেদরগঞ্জবাসীর আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও সেবার প্রতীক হিসেবে উপনীত হয়েছেন। ইতোমধ্যেই তার ব্যাপক সুনাম-সুখ্যাতী চারিদিকে ছড়িয়ে যাচ্ছে।

ব্যক্তিগতভাবে তিনি মানবিক, স্বচ্ছ, অতিথি পরায়ণ, সদাচারী ও জনবান্ধব দরদী নেতা হিসেবে সুপরিচিত। তার মাধ্যমে, তার পরিকল্পনায়, তার প্রচেষ্টায় চির অবহেলিত পদ্মা-মেঘনা বিধৌত সমস্যা সঙ্কুল জনপদ ভেদরগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে এবং ভেদরগঞ্জবাসী এর সুফল ভোগ করবে এ প্রত্যাশা জনতার।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুর হাসপাতালে নার্স-কর্মচারীদের মারধর, প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ

আশিকুর রহমান হৃদয়: শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের পাঁচ কর্মচারীকে এক রোগীর স্বজনরা মারধর করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।