টি. এম. গোলাম মোস্তফা:
জনপ্রিয় কণ্ঠশিল্পী জুলি গান আর সুরে ভেসে বহুদূর যেতে চান। কণ্ঠে তার যাদু মাখা। গান গাইলেই দর্শক শ্রোতা উদ্বেলিত হয়ে উঠেন, সুরের মুর্ছনায় মুগ্ধ হয়ে যান। যে তার গান একবার শুনেছেন সে বার-বার শুনতে তন্ময় হয়ে উঠেন। এতক্ষণ যার কথা বলছিলাম সে আমাদের সঙ্গীত জগতের আলোকিত তারকা জুলি।
ইতোমধ্যেই শ্রোতা মহলে তার সুনাম ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও জুলি গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। সকল মাধ্যমে সমভাবে গান গেয়ে চলেছেন।
ইলেকট্রনিক্স মিডিয়ায় তার গান প্রতিদিনিই কোথাও না কোথাও প্রচার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত ভাইরাল হচ্ছেন।
এক আশ্চর্য, অনুপম, মায়াবী মধুর কণ্ঠে গান গেয়ে জুলি সঙ্গীত জগতের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশ বরেন্য গীতিকার, সুরকারদের লেখনী ও সুরে তিনি শত-শত গানে কণ্ঠ দিয়ে নিজকে উজ্জ্বল করে শ্রোতা মহলে ব্যাপক সমাদৃত হয়ে দেশ জাতীর মুখ রাঙ্গিয়ে যাচ্ছেন।
যেকোন ধরনের গান জুলির কণ্ঠে সাবলীল ভাবে মানিয়ে যায়। জুলির গান পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শুধু গান নয় বহুগুণে গুণান্বিত জুলি। একজন মার্জিত, ভদ্র, মানবতাবাদী সঙ্গীত শিল্পী জুলি যেখানে হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। নিজকে তুলে ধরতে, আপন প্রতিভা বিকাশে সদা সচেষ্ট জুলি। তিনি গানের পাশাপাশি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
জুলির মত কণ্ঠ শিল্পী আমাদের সঙ্গীত অঙ্গনে হাতে গনা কয়েকজন। একজন আদর্শ, প্রতিভাবান, মেধাবী সঙ্গীত সাধক হিসেবে তিনি সকল মহলে ব্যাপক সমদৃত। তাকে নিয়ে লিখলে কাগজের পাতা ভরে যাবে কিন্তু লেখা শেষ হবে না। অতিথি পরায়ন, ভ্রমণ বিলাসী, আধুনিক স্মার্ট সঙ্গীত তারকা জুলির কণ্ঠে সকল ধরনের গান সমানভাবে সুর তাল, লয়ে বেজে ওঠেন। আধুনিক, মৌলিক, ফোক সহ রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি সহ সঙ্গীতের সকল শাখায় কমবেশী তার বিচরণ লক্ষ্য করা যায়। তাকে নিয়ে গর্ব করার অনেক পর্ব রয়েছে। মানবিক, সামাজিক, সাহিত্যিক, সঙ্গীত পূজারী জুলি সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার সৎ সাহস নিয়ে এগিয়ে চলছেন। তার এ চলার পথ খুব মসৃণ নয়। অনেক দূর্যোগ, দূর্বিপক উৎরে তিনি এক উচ্চমাত্রায় উঠে এসেছেন।
সঙ্গীত পাগল, সঙ্গীতের বাতিঘর, সঙ্গীত সাধক জুলি আমাদের মাঝে সারা জীবন উজ্জ্বল নক্ষত্র হয়ে থেকে আলো জ্বালাবেন, আলো ছড়াবেন এমন প্রত্যাশা করতেই পারি। জুলির জন্য শুভ কামনা, জুলির ভালোবাসা, জুলির জন্য আশীর্বাদ, জুলির জন্য শুভেচ্ছা চির ভাস্বর, অমলিন হয়ে রবে।
Facebook Comments