ভেদরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী

মাসুম তালুকদার:

শরীয়তপুরের ভেদরগঞ্জে ৪ জুলাই বৃহস্পতিবার ২০২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/ বালিকা ( অনুর্ধ্ব-১৭) ২০২৪ এর শুভ উদ্বোধন ভেদরগঞ্জ উপজেলা সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ১৪টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ৯ জুলাই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে ও সালাহউদ্দিন মাষ্টারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম,

সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ পৌর মেয়র আবুল বাশার চোকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী, নারায়নপুর ই্উপি সচিব মো: মহিউদ্দিন, মো: আলী হোসেন মাষ্টার, আবু বেপারী প্রমুখ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজকের শরীয়তপুর প্রতিবেদক: স্বাধীনতাই আমাদের শক্তি—এই শ্লোগানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৬ তম বর্ষপূর্তি …

কপি না করার জন্য ধন্যবাদ।