সভাপতি সফিউল্লাহ মাতাব্বর ও সাধারণ সম্পাদক রাজন হাওলাদার

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

ভেদরগঞ্জ বাজার ব্যবসায়ীক সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দী প্রার্থী থাকায় কোষাধ্যক্ষ পদে ২৫ মে শনিবার ২০২৪ ভোটারদের উপস্থিতিতে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল ৪টায়। 

মোট ভোটার সংখ্যা ৫৮৭ হতে ৫০৪ জন ভোটার ভেদরগঞ্জ উপজেলা মডেল ডাকবাংলো ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন।

এতে তালা চাবি প্রতীকের বিল্লাল বাবুর্চি ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আম প্রতীকে হুমায়ুন বেপারী পেয়েছেন ১৯৬ ভোট।

অপরদিকে অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দী না থাকায় বিনা ভোটে বিজয়ী হয়েছেন সভাপতি পদে আলহাজ্ব সফিউল্ল্যাহ মাতাব্বর, সহ-সভাপতি পদে রোমান সরদার, সাধারণ সম্পাদক পদে মো: রাজন হাওলাদার,  যুগ্ম সাধারণ সম্পাদক পদে  আসাদুজ্জামান ঢালী।

সদস্য পদে মো: উজ্জল হাওলাদার, ছোটন হাওলাদার, রফিকুল ইসলাম সরদার, দিদার হোসেন চৌকিদার, লিটন মাঝি, মধুসোদন ঘোষ, মিরাজুল ইসলাম তালুকদার।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন হাবিবুর রহমান বেপারী।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জে ইয়াসিন হত্যার বিচারের দাবিতে উপজেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন

আশিকুর রহমান হৃদয়: শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদ্রাসা ছাত্র ইয়াসিনের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভেদরগঞ্জ …

কপি না করার জন্য ধন্যবাদ।