ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

মাসুম তালুকদার:

৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রধম ধাপে অনুষ্ঠিত ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম ২০ মে ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণের পর সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা তাকে দ্রুত দায়িত্বভার হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেন।

বৃহস্পতিবার ২৩ মে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা তার দায়িত্বভার হস্তান্তর করেন ও নব নির্বাচিত নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম ভেদরগঞ্জ উপজেলা পরিষদের কার্যালয়ে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা এর নিকট হতে তার দ্বায়িত্বভার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ভেদেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশন (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার, নির্বাচিত পুরুষ ভাইস- চেয়ারম্যান আজহারুল ইসলাম গাজী, মহিলা ভাইস-চেয়ারম রোকসানা আনোয়ার, আলতাফ হোসেন ছৈয়াল, ইপু তালুকদার প্রমুখ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দুজন চিকিৎসকে চলছে শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স

আজকের শরীয়তপুর প্রতিবেদক: মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ কারণে …

কপি না করার জন্য ধন্যবাদ।