শরীয়তপুরে বিশ্ব পানি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

‘শান্তির জন্য পানি’ প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস।এ উপলক্ষে ২২ মার্চ  শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়েছে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুদ্দিন গিয়াস।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের এসডি প্রকৌশলী বর্ণ হক ও প্রকৌশলী রাকিব হোসেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুর জেলা মৎস্য বিভাগের মা ইলিশ রক্ষায় ব্যাপক প্রস্তুতি

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   মা ইলিশ রক্ষায় বিজ্ঞান ভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের …

কপি না করার জন্য ধন্যবাদ।