আজকের শরীয়তপুর প্রতিবেদক:
আসন্ন উপজেলা নির্বাচনের আমেজ শুরু না হতেই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচার শুরু। ভেদরগঞ্জ ও চরাঞ্চলের সখিপুর সহ দুইটি থানা নিয়ে গঠিত ভেদরগঞ্জ উপজেলা। এ উপজেলায় মোট ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সমন্বয়ে ভেদরগঞ্জ উপজেলা হওয়ায় এখানে নির্বাচনি ডামাডোলটা একটু বেশিই বটে। এ উপজেলায় সম্ভাব্য কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর নাম উঠে এলেও তাদের মুখ থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বুয়েট ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য চরভাগা ইউনিয়নের ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির মোল্লা ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন। বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। তারা এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন।
নির্বাচন কমিশন এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে আগামী ৮ মে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে । এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে আগামী ৪ মে।
এমন আগাম প্রচারে সরব হয়ে উঠেছে পুরো ভেদরগঞ্জ উপজেলা।
Facebook Comments