শরীয়তপুরের তিনটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩ সন্ধ্যা ৬টায় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- ইকবাল হোসেন অপু এমপি (আওয়ামীলীগ), মোহাম্মদ গোলাম মোস্তফা (স্বতন্ত্র), মো. মাসুদুর রহমান মাসুদ (জাতীয় পার্টি), মো. দেলোয়ার (জাকের পার্টি), আবুল বাশার মাদবর (তৃণমূল বিএনপি) ও মো: আব্দুস সামাদ (খেলাফত আন্দোলন)।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে একজন স্বতন্ত্র প্রার্থী সহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-একেএম এনামুল হক শামীম উপমন্ত্রী  (আওয়ামীলীগ), ডা. খালেদ শওকত আলী (স্বতন্ত্র), মো. ওয়াহিদুর রহমান (জাতীয় পার্টি), মো. বাদল কাজী (জাকের পার্টি), মো. ফিরোজ মিয়া (জাসদ), কাজী জাকির হোসেন (গণফ্রন্ট), সৌমিত্র দত্ত (বাংলাদেশ কংগ্রেস), মো. আবুল হাসান (এনপিপি), মো. আমিনুল ইসলাম (বিকল্পধারা), মাহমুদুল হাসান খেলাফত আন্দোলন) ও মো. মনির হোসেন (মুক্তিজোট)।

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নাহিম রাজ্জাক এমপি (আওয়ামীলীগ), মো. আব্দুল হান্নান (জাতীয় পার্টি), মো. সিরাজ চৌকিদার (তরিকত ফেডারেশন), জিয়াউর রহমান (জাকের পার্টি) ও মাহদী হাসান (ইসলামী ঐক্যজোট)।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: রায়েজুল আলম // শরীয়তপুর জেলার জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

কপি না করার জন্য ধন্যবাদ।