শরীয়তপুর-৩ আসনে নৌকা প্রার্থী নাহিম রাজ্জাক এমপি’র মনোনয়ন দাখিল

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

ভেদরগঞ্জ উপজেলাঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।

৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩ বেলা ১১ টায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা রুবায়েত হোসেন এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

তিনি নির্বাচনী আচরণবিধি মেনে তার মনোনয়নপত্র জমা দেন।

এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সফিকুল ইসলাম রাড়ী উপস্থিত ছিলেন।

এছাড়াও পর্যায়ক্রমে মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদা রেজা, পৌর মেয়র আবুল বাশার চোকদার, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহউদ্দিন মাদবর, উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান রাড়ী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বেপারী সহ বিভিন্নজন নিয়ম মেনে প্রার্থী নাহিম রাজ্জাক এর পক্ষে মনোনয়ন জমা দেন। এর পূর্বে নাহিম রাজ্জাক এমপি ভেদরগঞ্জ পৌছলে হাজার হাজার নেতা কর্মী তাকে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান।

নাহিম রাজ্জাক এমপি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রস্তাবকারী সমর্থনকারীসহ ৫ জনকে নিয়ে মনোনয়ন জমা দেন।

নাহিম রাজ্জাক এমপি বলেন, আল্লাহ রহমত ও আপনাদের ভালোবাসায় দল চতুর্থ বারের মতো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আজ আপনাদের উৎসবমুখর পরিবেশ আমাকে আবারও আপনাদের ভালো বাসার ঋণে আবধ্য করে দিয়েছে। আপনারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ভোটের পরিবেশ তৈরি করতে কাজ করুন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মানে আপনাদের নেতা জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাকের দেখানো পথ অনুসরণ করবো ইনশাআল্লাহ।

 

ডামুড্যা উপজেলাঃ
 
৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩ দুপুর ১২ টায় ডামুড্যা উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা হাছিবা খান এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। সাধারণ নিয়মে একজন সাধারণ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথক ভাবে পর্যায় ক্রমে মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন,শিধলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ, দারুল আমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক মিন্টু, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, ধানকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতনসহ বিভিন্নজন নিয়ম মেনে প্রার্থী নাহিম রাজ্জাক এর পক্ষে মনোনয়ন জমা দেন।
নাহিম রাজ্জাক এমপি ডামুড্যা উপজেলা চত্বরে পৌছলে হাজার হাজার নেতা কর্মী ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। নাহিম রাজ্জাক এমপি তাদের সাথে কুশল বিনিময় শেষে প্রস্তাবকারী সমর্থনকারীসহ ৫ জনকে নিয়ে মনোনয়ন জমা দেন।
গোসাইরহাট উপজেলাঃ

এছাড়াও ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩ বিকাল ৩ টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোসাইরহাট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় নাহিম রাজ্জাকের সঙ্গে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আ.লীগের সভাপতি শাজাহান সিকদারসহ প্রমুখ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

ভেদরগঞ্জে যুবদল সভাপতির তিন শতাধিক গাছ কেটেছেন আ.লীগ কর্মী

আজকের শরীয়তপুর প্রতিবেদক: আওয়ামী লীগ কর্মী সেলিম মোল্যার ভাই যুবদলের একটি ইউনিটের সভাপতি। দেশের বৃহৎ …

কপি না করার জন্য ধন্যবাদ।