শরীয়তপুরে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে এক নারীর মৃত্যু

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

শরীয়তপুরের গোসাইরহাটে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে বসত ঘরের ওপর গাছ পরে জুলেখা বেগম নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। ১৭ই নভেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জুলেখা বেগম (৬০) ওই গ্রামের মৃত সত্তর আলী বেপারীর স্ত্রী।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির মুঠোফোনে আজকের শরীয়তপুরকে বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঘরের ওপর গাছ পড়লে ওই ঘরে থাকা এক বৃদ্ধা জুলেখার গাছের নিচে চাপা মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরের তিনটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন অপু, শামীম ও নাহিম

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   শরীয়তপুরের তিনটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. …

কপি না করার জন্য ধন্যবাদ।