শরীয়তপুরে নবাগত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল হাসান’কে ফুলেল শুভেচ্ছা

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

শরীয়তপুরে নবাগত জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল হাসান কে “বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮)” ‌ভেদরগঞ্জ উপ‌জেলা শাখার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

“বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮)” ‌ভেদরগঞ্জ উপ‌জেলা শাখার সাধারন সম্পাদক আফতাবুল করিম মেনন, সাংগঠ‌নিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় আব্দুর রহিম, আবু তা‌হের, না‌ছিমা খানম, জাহাঙ্গীর হোসেন, ওবায়দুর রহমান, শামীমা আক্তার সীমা, আব্দুস সোবাহান, লোকমান হোসেন, মাহ্ফুজুর রহমান, হাবিবা সুলতানা, মাসুম রেপারী, বাবুল হোসাইন, এনামুল হক, রোমানুর রহমান, পীযুষ কুমার, মনছুর-ই-মাহমুদ, শাহ হাবিবুর রহমান, শা‌হিন, আরিফুল ইসলাম, তান‌জিল আহ‌মেদ, ফারজানা জেসমিন শশী সহ সুরঞ্জন সাহা উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠানে জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষক‌দের পেশাগত বিভিন্ন সমস্যার কথা মনোযোগসহ শুনেন এবং এগুলো সমাধান করার বিষয়ে আন্তরিক মনোভাব প্রদর্শন করেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরের তিনটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন অপু, শামীম ও নাহিম

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   শরীয়তপুরের তিনটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. …

কপি না করার জন্য ধন্যবাদ।