মডেল সিমু সরকার এখন আজকের শরীয়তপুর পত্রিকার নির্বাহী সম্পাদক

আজকের শরীয়তপুর ডেস্ক :

 

ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ্, মেধাবী মডেল, উচ্চ শিক্ষায় শিক্ষিত, সাংবাদিকতায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দীর্ঘ দিনের অভিজ্ঞ সিমু সরকারকে আজকের শরীয়তপুর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ইতোমধ্যেই তিনি তার দায়িত্ব বুঝে নিয়েছে। সিমু সরকারকে দায়িত্ব প্রদান সংক্রান্ত আজকের শরীয়তপুর কর্তৃপক্ষের একটি সভা গত ২২ অক্টোবর ২০২৩ রবিবার বিকেল ৩ টায় আজকের শরীয়তপুর পত্রিকার ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি শেখ মিলির সভাপতিত্বে ও আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি. এম. গোলাম মোস্তফার সঞ্চালনায় পত্রিকার কর্তৃপক্ষের অন্যান্যরা উপস্থিত থেকে সিমু সরকারের দায়িত্ব প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন করেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরের তিনটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন অপু, শামীম ও নাহিম

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   শরীয়তপুরের তিনটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. …

কপি না করার জন্য ধন্যবাদ।