সময়ের আলোচিত সুপারহিট মডেল সিমু সরকারের জীবন কর্ম- টি. এম. গোলাম মোস্তফা

টি. এম. গোলাম মোস্তফা:

 

বর্তমান সময়ে যে কজন মডেল নিজ কর্ম প্রতিভার কারণে নিজের অবস্থা পাকা-পোক্ত করে আলোর দ্যুতি ছড়াচ্ছেন তাদের মধ্যে সিমু সরকার একটি উল্লেখযোগ্য নাম।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার পাখি ডাকা, ফুল ফোঁটা এক নিভৃত মায়াবী পল্লীতে ১৯৯৯ সনের ১৫ মার্চ সম্ভ্রান্ত মুসলিম ঐতিহ্যবাহী সরকার পরিবারে জন্মগ্রহণ করে মডেল সিমু সরকার। এলাকার সর্বজন বিদীত, স্বনামধন্য ব্যক্তি মরহুম ফজলুল হক ও আদর্শ গৃহিনী ফাতেমা খাতুনের ৯ সন্তানের মধ্যে সিমু সর্ব কনিষ্ঠ।

প্রচন্ড মেধাবী, কর্ম-উদ্যম, স্বাধীনচেতা সিমু সাফল্যের সঙ্গে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মাধ্যমিক পর্যায়ে প্রাইভেট টিউশনী করে নিজ খরচে লেখাপড়া চালিয়ে যান। তিনি গফরগাঁও গোলন্দাজ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও কান্দাপাড়া আবদুর রহমান কলেজ থেকে স্মাতক ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য দেশের বাইরে যাওয়ার অপেক্ষায়।

লেখাপড়ার পাশাপাশি মডেলিং, সমাজসেবা, শিক্ষা বিস্তার সহ নানা কর্মে নিয়োজিত থেকে নিজের অবস্থান জানান দিচ্ছে সিমু সরকার। মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সময় তিনি নিজ মডেল কিন্ডার গার্টেন নামে একটি আধুনিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি উক্ত বিদ্যালয়ে পরিচালক হিসেবে নিয়োজিত আছেন।

আত্ম প্রত্যয়ী সিমু সরকার আলোর পানে ছুটতে ভালোবাসে যেখানে আলো, যেখানে ভালো, সেখানেই সিমু সরকারের অবস্থান। ইতোমধ্যেই বিভিন্ন মাধ্যমে মডেলিং করে ব্যাপক প্রশংসা ও খ্যাতি অর্জন করেছেন তিনি। ভবিষৎতে অভিনয় জগতে নিজকে উপস্থাপন করাই তার লক্ষ্য। সে লক্ষ্যমাত্রায় তিনি নিরলসভাবে সততা, দক্ষতার সাথে কাজ করে চলছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার গ্রহণযোগ্যতা ও সুনাম সর্বজনীন।

বর্তমানে ঢাকার গুলশানে নিজ বাড়িতে বসবাসরত সিুম সরকার অভিনয়ের পাশাপাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজকে প্রতিষ্ঠিত করতে আত্ম-প্রত্যয়ী। সে সাথে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পেতে চান তিনি। সে লক্ষ্যে নিভৃতে কাজ করে যাচ্ছেন। অত্যন্ত সুদর্শন, গ্ল্যামার সিমু সরকার ব্যক্তি জীবনে সিঙ্গেল। ব্যক্তিগত ভাবে তিনি সাদামাটা ও বন্ধুসুলভ। ভ্রমণ, গান শোনা, মুভি দেখা ও বই পড়া তার সখ। সময় পেলেই ছুটে যান গফরগাঁয়ে। নিজ প্রতিষ্ঠিত নিউ মডেল কিন্ডার গার্টেন স্কুলে সময় কাঁটান। আর্তমানবতার সেবায় তিনি আত্ম নিবেদিত। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তিনি সাধ্যমতো সহযোগীতা দিয়ে আসছেন।  তার লক্ষ্যে পৌঁছানের শোভাযাত্রায় সকলের দোয়া, সহযোগীতা ও সহমর্মিতা কামনা করেছেন মডেল সিমু সরকার।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুর হাসপাতালে নার্স-কর্মচারীদের মারধর, প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ

আশিকুর রহমান হৃদয়: শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের পাঁচ কর্মচারীকে এক রোগীর স্বজনরা মারধর করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।