শরীয়তপুরের শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান

রায়েজুল আলম:

ভেদরগঞ্জ সার্কেল এ এস পি মোঃ মুশফিকুর রহমান কে দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে ।

৭ অক্টোবর ২০২৩ শনিবার সকাল ১০ঘটিকার সময় শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৩ এর মাসিক কল্যাণ সভায় মাদক উদ্ধার,সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মামলা তদন্ত তদারকি সহ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি এবং অন্যান্য পারফরম্যান্স এ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন সহকারি পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল মোঃ মুশফিকুর রহমান । পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম দ্বিতীয় বারের মতো ভেদরগঞ্জ সার্কেল মোঃ মুশফিকুর রহমা কে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার প্রদান করেন ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোঃ আহসান হাবীব সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ,ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী থেকে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার- ফোর্সবুন্দ।

উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় শরীয়তপুর জেলার সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ অফিসারদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন ।

এ সময় পুলিশ সুপার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করলে সকলেই ভালো কাজের প্রতি অগ্রসর হবে এবং ডিউটিতে সকলের মনোবল বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের কাজের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে হবে, জনগনের আস্থার পুলিশ হতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে । সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ মুশফিকুর রহমান কে দ্বিতীয় বারের মতো শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার নির্বাচিত করে পুরস্কার প্রদান করায় পুলিশ সুপার শরীয়তপুর মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

 

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুর হাসপাতালে নার্স-কর্মচারীদের মারধর, প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ

আশিকুর রহমান হৃদয়: শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের পাঁচ কর্মচারীকে এক রোগীর স্বজনরা মারধর করেছেন …

কপি না করার জন্য ধন্যবাদ।