শরীয়তপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুর রহিম

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৪নং সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম জেলার প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি শিক্ষার্থীদের ক্লাসমুখী ও নানামুখী পদক্ষেপ এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। আব্দুর রহিম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৪নং সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

তিনি তার সাফল্যের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক), বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আব্দুর রহিম আজকের শরীয়তপুরকে বলেন, এই পুরষ্কার পাওয়ার মাধ্যমে আমার দায়িত্বটা আরও বেড়ে গেল। এজন্য ছাত্র-ছাত্রীদের যতটা পাঠদান দেওয়া সম্ভব তার সবটুকুই দিতে চেষ্টা করি। 

 

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে আনসার-ভিডিপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল একেএম আমিনুল …

কপি না করার জন্য ধন্যবাদ।