সানজিদ মাহমুদ সুজনঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রাথমিক শিক্ষা পদক নির্বাচক কমিটির চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
১০ই সেপ্টেম্বর রবিবার ২০২৩ উপজেলা শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি, উপজেলা নির্বাহি অফিসার কামরুল হাসান সোহেল এবং সদস্য সচিব, প্রাথমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম এর স্বাক্ষরকৃত ফলাফল বোর্ডে যারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন ১/শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব মোবারাক আলী সিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ, জাজিরা, শরীয়তপুর।২/শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, মোঃ কামরুল হাসান সোহেল (বিপিএএ) জাজিরা উপজেলা।৩/শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মহব্বত খান, ব্যবস্থাপনা কমিটি, মিরাসার সপ্রাবি জাজিরা।৪/শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার,প্রযোজ্য নয়।৫/শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার,আব্দুল ওয়াদুদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, জাজিরা।৬/শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর লোকমান হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর,জাজিরা। ৭/শ্রেষ্ঠ প্রধান শিক্ষক,মোঃ শহীদুল ইসলাম,প্রশি,বি কে নগর সপ্রাবি জাজিরা।৮/শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা,শাকিলা পারভীন, প্রশি,জাজিরা হাট সপ্রাবি,জাজিরা। ৯/শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা,মোসাম্মৎ নাজনীন জাহান,সশি, মিরাশার সপ্রাবি,জাজিরা। ১০/শ্রেষ্ঠ সহকারি শিক্ষক,মোহাম্মদ আলী, সশি, পাইন পাড়া সপ্রাবি,জাজিরা।১১/শ্রেষ্ঠ কাব শিক্ষক,মোঃ জামাত আলী,সশি, পশ্চিম সেনেরচর সপ্রাবি।১২/শ্রেষ্ঠ কর্মচারী,মোঃ মেহেদী হাসান, হিসাব সহকারি,জাজিরা প্রাথমিক শিক্ষা অফিস।
আরো অন্যান্য ৬টি পদে কারো আবেদন পাওয়া যায় নি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে,প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা অনুযায়ী,২৯শে ডিসেম্বর ২০২২ জেলা ও উপজেলা পর্যায়ে,১৮ টি পদে শ্রেষ্ঠ ব্যাক্তি ও প্রতিষ্ঠান নির্বাচনে নোটিশ প্রদান করে।
এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ন্যায় শরীয়তপুর জেলার প্রতিটা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক বাছাই হয়ে উপজেলা পর্যায়ে,ইউনিয়নে যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ৩রা সেপ্টেম্বর অন্যান্য উপজেলার ন্যায় জাজিরা উপজেলায় নির্বাচক কমিটির স্বাক্ষাতের সময় নির্ধারন করা হলে, ইউনিয়নের শ্রেষ্ঠরা স্বাক্ষাৎকার দিতে আসেন।
এ সময় দেখা যায় পুরুষ প্রধান শিক্ষক পদে ২ জন, পুরুষ সহকারী পদে ১জন, মহিলা সহকারী পদে ২ জন,বিদ্যালয় ব্যাবস্থ্যাপনা কমিটির একজন উপস্থিত হন।উপস্থিত সকলের মধ্যো হতে ১২ টি পদে এক সপ্তাহ সময় নিয়ে যাচাই বাছাই করে ১০ই সেপ্টেম্বর উপজেলায় শ্রেষ্ঠদের তালিকা প্রকাশিত হয়। উপজেলা পর্যায়ে নির্বাচকিয় বোর্ডে যাদের দায়িত্ব ছিলো উপদেষ্টা পদে চেয়ারম্যান, উপজেলা পরিষদ। সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার। সদস্য সচিব,উপজেলা শিক্ষা অফিসার।সদস্য পদে ছিলেন ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), উপজেলা পরিষদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, অফিসার ইন চার্জ (সংশ্লিষ্ট থানা) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার সাধারণ সম্পাদক,উপজেলা স্কাউটস, মাধ্যমিক বিদ্যালয়ের দুই জন শিক্ষক(একজন ক্রীড়া, একজন সাংস্কৃতিক কার্যক্রমে পারদর্শী) সভাপতি কর্তৃক মনোনিত ।
Facebook Comments