দেশে মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না: স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

সিমা জাহান সাথীঃ

 

দেশে মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।

১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকায় বাংলাদেশ ও কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ কোরিয়া মৈত্রি হাসপাতালে ফায়ার সেফটি,আই কেয়ার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকেদর সাথে আলাপকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এসময় বলেন,দেশে উদ্বেগ জনক হাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে।  প্রতিনিয়ত মানুষ সচেতন না হলে এই রোগীর সংখ্যা আরও ভয়াবহ হবে। দেশের হাসপাতাল গুলোতে পর্যাপ্ত ভাবে ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,বাংলাদেশের কোন হাসপাতালে এখন চিকিৎসা সেবা ব্যহত হয়না।সরকারী হাসপাতালে রোগীদের ভালোভাবে সেবা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং ছিক,স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক ডা.এবিএম খুরশীদ আলম,বাংলাদেশ কেরিয়া মৈত্রী হাসপাতালে চিফ মেডিক্যাল অফিসার ডা.সুরজিৎ দত্তসহ প্রমুখ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে আনসার-ভিডিপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল একেএম আমিনুল …

কপি না করার জন্য ধন্যবাদ।