শরীয়তপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইরিনা ইসলাম শিলা:

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” শীর্ষক আলোচনা সভা ৫ জুন সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ , অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ তালুত এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রাশেল নোমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ তালুত। এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এই কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা ও জ্ঞান অর্জন করতে হবে।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আশ্রাফ আলী দর্জী (৭০) …

কপি না করার জন্য ধন্যবাদ।