সখিপুরে ৫৫২ কোটি টাকার সোনার বাংলা এভিনিউর উদ্বোধন

মোঃ নাাসির খানঃ
২৭ মে শনিবার শরীয়তপুরের সুরেশ্বর চরমোহন থেকে উত্তর তারাবুনিয়ার শেষ সীমান্ত পর্যন্ত নদীর তীর ভাঙ্গন রোধকল্পে নদী তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের   আওতায় বাস্তবায়িত পাঁচশ বায়ন্ন কোটি টাকা ব্যয়ে “সোনার বাংলা এভিনিউ, সখিপুর ” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই।
এনামুল হক শামীম বলেন, সারা দেশের নদী ভাঙন রোধে দ্রুত কাজ করছে সরকার। আর সরকারের পদক্ষেপের কারণেই সারাদেশে নদীভাঙন কমে এসেছে। কার্যকর ব্যবস্থা নেওয়ার কারণেই গত ১৩ বছরে সারাদেশে নদী ভাঙনের পরিমাণ সাড়ে ৯ হাজার হেক্টর থেকে সাড়ে ৩ হাজার হেক্টরে নেমেছে। গত ৪ বছর আগে শরীয়তপুরের নড়িয়া ছিলো ভাঙন কবলিত জনপদ। পদ্মার সেই ভাঙন কবলিত এলাকা এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। জয় বাংলা এভিনিউ হয়েছে। তেমনি এই এলাকায় সোনার বাংলা এভিনিউ সখিপুর’ যথা সময়ে পর্যটন কেন্দ্রে রূপ নেবে।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নুরুল ইসলাম সরকার, রমজান আলী প্রমানিক অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, আব্দুল হেকিম অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) বাপাউবো ফরিদপুর, মনিরুজ্জামান প্রধান প্রকৌশলী পূর্বাঞ্চল কুমিল্লা, শাহজাহান সিরাজ প্রধান প্রকৌশলী( পশ্চিমাঞ্চল) বাংলাদেশ পানি  বোর্ড ফরিদপুর, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার শরীয়তপুর মোহাম্মদ সাইফুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার   শংকর চন্দ্র বৈদ্য, সখিপুর থানার ওসি  আসাদুজ্জামান হাওলাদার,  চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, উত্তর তাঁরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী মোল্যা, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা,  সদস্য জেলা পরিষদ ও সাবেক চেয়ারম্যান চরসেনসাস ইউনিয়ন পরিষদ  মোঃ জিতু মিয়া বেপারী, সখিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার,  চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোজাম্মেল হক মোল্লা, দক্ষিণ  তাঁরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মাল,  আলহাজ্ব ইউনুস সরকার সাবেক চেয়ারম্যান উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ, ডি এম খালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী,  কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, হাজী খলিলুর  রহমান প্রধানীয়াসহ  আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক  লীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগ, ও সহযোগী সংগঠন, শিক্ষক বৃন্দ, ও বিভিন্ন পেশা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে বিশ্ব পানি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   ‘শান্তির জন্য পানি’ প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের …

কপি না করার জন্য ধন্যবাদ।