আশিকুর রহমান হৃদয়:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে জিহাদ সরকার (১৩) এর টেইলার্স কর্মীর মৃত্যু হয়েছে। এসময় গাড়িচালক রাকিব বেপারী(১৫) গুরুতর আহত হয়।
শুক্রবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া থেকে মালবাজার সড়কে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ সরকার (১৩) উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন, সরকার কান্দি গ্রামের ইমান হোসেন সরকারের ছেলে। আহত রাকিব (১৫) একই রকম এলাকার বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়,জিহাদ সরকার ও রাকিব সরকার তারা দুইজন উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার লেমান বেপারীর টেইলার্স কর্মী হিসেবে কর্মরত।
শুক্রবার তারাবির নামাজের শেষে দোকানদার সোলেমনের মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়৷ পরে দক্ষিণ তারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাড়ি লেগে জিহাদের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে মোটরসাইকেল চালক রাকিবের পা ভেঙ্গে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়।
এবিষয় সখিপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন আমরা খবর শুনে রাতে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে জিহাদ সরকারের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চালক রাকিবকে শুনেছি আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে৷ এ বিষয় কারো বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments