Exif_JPEG_420

ভেদরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪৩ পরিবার

 আজকের শরীয়তপুর প্রতিবেদক:
সারাদেশের ন্যায় চতুর্থ ধাপে শরীয়তপুরের  ভেদরগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া জমি ও ঘর পেলেন ৪৩ পরিবার। বুধবার (২২ মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে  আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগিদের মাঝে জমির দলিল ও ঘরের চাবী হস্তান্তর করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং সালাহউদ্দিন মাষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহাম্মদ তালুত।এছাড়া সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম,  উপজেলা ভাইস চেয়ারম্যন আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী,সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান মানিক সরদার, ডিএমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী,  ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা প্রমুখ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ সেবায় ভূমিকা রাখতে হবে: সাবেক পানি সম্পদ উপমন্ত্রী শামীম

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও  একেএম …

কপি না করার জন্য ধন্যবাদ।