ভেদরগঞ্জে আজিজুর রহমান উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: রায়েজুল আলম:

শরীয়তপুরের ভেদরগঞ্জে আজিজুর রহমান উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার সকাল ১১টায় ভেদরগঞ্জের আজিজুর রহমান উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি এবং উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,বিশিষ্ঠ শিল্পপতি ও দাতা সদস্য আছাদুর রহমান সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বাহালুল খান বাহার , ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্লা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোঃ আলমগীরসহ ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্যগণ,শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার  শেখ রাশেদউজ্জামান  এর বিদায় সংবর্ধনা

আজকের শরীয়তপুর প্রতিবেদক: ১০ এপ্রিল সোমবার ২০২৩ বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, শরীয়তপুর জেলার আয়োজনে নড়িয়া …

কপি না করার জন্য ধন্যবাদ।