শরীয়তপুরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত- আহত তিন

মো: রায়েজুল আলম:

শরীয়তপুরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাইদ জিসান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জিসান শরীয়তপুর পৌরসভার আংগারিয়া এলাকার বিল্লাল মাদবরের একমাত্র পুত্র ও আঙ্গারিয়া ইবনে তাছলিমা নাসির উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় নিবির, সজিব ও লিমন নামের আরো তিনছাত্র গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৭ মার্চ শুক্রবার রাত ৯টার দিকে জিসান মোটর সাইকেল চালিয়ে শরীয়তপুর জেলা শহরের শিল্পকলা মাঠ থেকে চৌরঙ্গীর দিকে যাচ্ছিল। অপর দিকে চৌরঙ্গী থেকে নিবির মোটরসাইকেল চালিয়ে শিল্পকল মাঠের দিকে যাওয়ার সময় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের মক্কা জেনারেল হাসপাতালের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের তাৎক্ষনিক শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জিসান ও নিবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই জিসানের মৃত্যু হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আক্তার হোসেন বলেন, দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে চিকিৎসাধীন জিসান নামের একজনের মৃত্যু হয়েছে।

 

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে বিশ্ব পানি দিবস পালিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:   ‘শান্তির জন্য পানি’ প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের …

কপি না করার জন্য ধন্যবাদ।