নূরুজ্জামান শেখ/ রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীয়তপুর সদর হাসপাতালের ডাঃ সুমন কুমার পোদ্দার কে বদলি করানো হয়। ডাঃ সুমন কুমার পোদ্দার ছিলেন সদর হাসপাতালের একজন কর্তব্যপরায়ন সৎ ন্যায় নিষ্ঠাবান মানুষ। শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাঃ সুমন কুমার পোদ্দার একাই প্রতিদিন অধিক সংখ্যক রোগী দেখেন। গত ২৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাকে বদলি করানো হয়। বিগত পাচঁ মাস শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ সুমন কুমার পোদ্দার না থাকার কারণে শরীয়তপুর সদর হাসপাতাল যেন শূন্যতা বিরাজ করছিল। গত ২৩ মার্চ ডাঃ সুমন কুমার পোদ্দার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে বদলি হয়ে পুনরায় শরীয়তপুর সদর হাসপাতালে যোগদান করেন। সদর হাসপাতালে ডাঃ সুমন কুমারের যোগদানে এই হাসপাতাল যেন প্রাণ ফিরে পেয়েছে। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাঃ সুমন কে না পেয়ে রোগীরা হতাশ হতেন। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাক্ষাৎকারে রোগীরা বলেন আমরা সুমন স্যার কে পেয়ে অত্যান্ত খুশি তিনি প্রতিদিন অনেক রোগী দেখেন। প্রতিদিন স্যার এত রোগী দেখেন তবু ও স্যার কে বিরক্ত হতে দেখেনি। ডাঃ সুমন স্যার এই হাসপাতালে থাকলে আমাগো লেইগ্যা ভাল হয় তারে আমরা সব সময় পাই।
Check Also
বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধরনা দেয়: উপমন্ত্রী শামীম
আজকের শরীয়তপুর প্রতিবেদক: আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন …
Facebook Comments