মাসুম তালুকদার:
১৭ মার্চ শুক্রবার ২০২৩ শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠ প্রাঙ্গণে বানিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স এসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব)এর সমন্বিত উদ্যেগে “ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো-২০২৩” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন- রমজান সংযমের মাস, এই মাসে সংযম থাকা জরুরি উল্লেখ করে বলেন এ বছর রমজানে দেশে যথেষ্ট পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ রয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই। তারপরও যদি কোনো অসাধু ব্যবসায়ী রমজানে দাম বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক, সংসদ সদস্য, শরীয়তপুর-০৩, মো: আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক(এসডিজি) প্রধানমন্ত্রীর কার্যালয়, মাসুদ আলম, ব্যবস্হাপনা পরিচালক, ই-লানিং এন্ড আনিং লি:।
এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ।
Facebook Comments