শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

আজকের শরীয়তপুর প্রতিনিধিঃ 
শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে সৌদিআরব প্রবাসীর মো. নাদিম মুন্সী (২৫) ও আনোয়ারা বেগম(৫৫) নামে এক গৃহবধূ এবং জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের কাচারব কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্যা (২১)  মৃত্যু হয়েছে।
১৫ মার্চ  বুধবার দুপুরে ছয়গাঁও ইউনিয়নে ৬নং ওয়ার্ডর নাজিমপুর গ্রামের বড়ভাঙ্গা ব্রিজের সামনে প্রবাসী নাদিম মুন্সি ও মহিষার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উত্তর মহিষারের গৃহবধূ আনোয়ারা বেগমের মৃত্যু হয়।
প্রবাসী নাদিম মুন্সী ওই গ্রামের রতন মুন্সীর ছেলে। গৃহবধূ আনোয়ারা বেগম ঐ এলাকার বাসিন্দা মোসলেম মালের স্ত্রী।
এলাকাবাসী জানান, আনোয়ার মুন্সি  দুপুরে মাছের খামারের খাদ্যে (ফিড) নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় জনগন, তার বাবা ও ভাই তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং  গৃহবধূ আনোয়ারা বেগম  আকাশে মেঘ দেখে গরু গোয়ালে নিয়ে আসার সময় বজ্রপাতে তিনি ও তার সাথে থাকা গরুটি মারা যায়।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার  শেখ রাশেদউজ্জামান  এর বিদায় সংবর্ধনা

আজকের শরীয়তপুর প্রতিবেদক: ১০ এপ্রিল সোমবার ২০২৩ বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, শরীয়তপুর জেলার আয়োজনে নড়িয়া …

কপি না করার জন্য ধন্যবাদ।