মেডিকেলে চান্স পাওয়া জাহিদের পাশে উপমন্ত্রী শামীম

আশিকুর রহমান হৃদয়ঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরাঞ্চলের উত্তর তারাবুনিয়া ইউনিয়নে মেডিকেলে চান্স পাওয়া জাহিদ হাসানের পড়াশুনার সার্বিক দায়িত্ব নিয়েছে পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর ২ আসনের সংসদ সদ্স্য এ কে এম এনামুল হক শামীম। ১৪ মার্চ  ২০২৩ মঙ্গলবার জাহিদের মেডিকেলে চান্স পাওয়ার বিষয়টি অবগত হওয়ার পর তার পরিবারকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি।জাহিদের ভর্তি ও আনুসাঙ্গিক খরচের জন্য আগামী শুক্রবার আর্থিক সহয়তা হস্তান্তর করবেন তিনি।
জাহিদ হাসান শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের পাইকবাড়ি গ্রামের এক অতি সাধারণ পরিবারের সন্তান। বাবা মো. ইয়াছিন বকাউল পেশায় একজন সাধারণ কৃষক, পাশাপাশি দর্জি কাজ করেন ও মা হাছিনা গৃহিনী। দুই ভাইয়ের মধ্যে জাহিদ বড়। ছোটবেলা থেকেই তিনি অদম্য মেধাবী ছিলেন।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৪০২ তম হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় সে। এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় জাহিদ পেয়েছেন ৭৯ দশমিক ৭৫। তার মেরিট স্কোর ২৭৯ দশমিক ৭৫। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল ঢাকা মেডিকেল কলেজ।
এদিকে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম জাহিদের মেডিকেলে ভর্তি ও পড়াশুনার দায়িত্ব নেয়ায় কৃতজ্ঞতা জাহিদ ও তার পরিবার। এ বিষয়ে জাহিদ হাসান বলেন, আমার সহায়তায় এগিয়ে আসার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। তার অবদান আমাদের পরিবার ভুলবেনা।
উল্লেখ্য, এর আগে সখিপুরের দরিদ্র পরিবারের মেয়ে রাবেয়া মেডিকেলে চান্স পাওয়ার পর তার পড়াশুনার দায়িত্ব নেন পানি সম্পদ উপমন্ত্রী। এছাড়া পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি এর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন ও তার নিজস্ব তহবিল থেকে সারা বছর শত শত দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার  শেখ রাশেদউজ্জামান  এর বিদায় সংবর্ধনা

আজকের শরীয়তপুর প্রতিবেদক: ১০ এপ্রিল সোমবার ২০২৩ বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, শরীয়তপুর জেলার আয়োজনে নড়িয়া …

কপি না করার জন্য ধন্যবাদ।