স্বনামধন্য আজকের শরীয়তপুর পত্রিকার অনলাইন ভার্সনের লোগো ব্যবহার করে মিথ্যা সংবাদ পরিবেশন সংক্রান্ত সম্পাদকের ব্যাখ্যা

আজকের শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর থেকে প্রকাশিত, বহুল প্রচারিত, স্বনামধন্য আজকের শরীয়তপুর পত্রিকার অনলাইন ভার্সন লোগো ব্যবহার করে শরীয়তপুর জেলার সখিপুর থানার ডি এম খালি ইউনিয়নের কাদির সরকারের কান্দি গ্রামের দলিল লেখক, এলাকার সম্মানীত ব্যক্তি, সর্বজন বিদীত মো: হাবিবুর রহমানের বিরুদ্ধে কে বা কারা সম্পূর্ণ অনৈতিক মিথ্যা, ভূয়া, বানোয়াট সংবাদ পরিবেশনের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে।

বিষয়টি দেখে আমি অত্যন্ত মর্মাহত, হচকিত, স্থম্ভিত, হতবাক হয়েছি। আমার সম্পাদিত আজকের শরীয়তপুর পত্রিকাটি তার জন্মলগ্ন থেকে অদ্যাবধি শতভাগ সততা, দক্ষতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করে আসছে। প্রকাশিত সংবাদটির সঙ্গে আমার পত্রিকার কোন সংযোগ নেই। আমি এ ধরনের অনৈতিক মিথ্যা সংবাদ পরিবেশন কখনোই করিনি এবং করব না।

স্বার্থান্বেষী কেউ হয়তবা আমার পত্রিকার সুনাম নষ্ট করার জন্য হাবিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ফটোশপ/এডিট করে প্রযুক্তি ব্যবহার করেছেন। তা ছাড়া সাইফুল ইসলাম আজকের শরীয়তপুর পত্রিকার কোন প্রতিনিধি কখনোই ছিলনা, এখনো নেই।
দলিল লেখক হাবিবুর রহমানের বিরুদ্ধে মানহানিকর যে কথা উল্লেখ হয়েছে তাও সত্য নয়। হাবিবুর রহমান অত্যন্ত স্বজ্জন ব্যক্তি। তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে ভেদরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লিখে আসছেন।

আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমার ভাবমূর্তি ক্ষুন্ন ও আমাকে হেয় প্রতিপন্ন করে জটিলতায় ফেলতে মিথ্যা সংবাদটি আমার পত্রিকার নাম ও পত্রিকার অনলাইন ভার্সনের লোগো ব্যবহার করে তথ্য প্রযুক্তির অপব্যবহার করা হয়েছে। এর বিরুদ্ধে আমি আমার পত্রিকার আইন উপদেষ্টাকে আইনী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছি। কে বা কারা এটা করেছে সে সম্পর্কে আমার পত্রিকার অনুসন্ধান রিপোর্টার কাজ করছেন।

টি এম গোলাম মোস্তফা
সম্পাদক ও প্রকাশক
আজকের শরীয়তপুর।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

শরীয়তপুরে ‘ফ্যান্টাস্টিক কিংডম’-এ ঈদের আমেজ, পর্যটকদের উপচে পড়া ভিড়

আজকের শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়ায় অবস্থিত বিনোদন কেন্দ্র ‘ফ্যান্টাস্টিক কিংডম’ ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর …

কপি না করার জন্য ধন্যবাদ।