সম্পাদকীয়

ভূয়া সংবাদ মাধ্যম ও সাংবাদিক প্রসঙ্গে

দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, দেশ অপসাংবাদিকতার কবলে পতিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও যথাযথ আইন প্রণীত না হওয়া ও প্রণীত আইনের প্রয়োগ না থাকার কারণে বিভিন্ন নামে অনুমোদনহীন ভূয়া অনলাইন মিডিয়ায় ছেয়ে গেছে। এসব ভূয়া মিডিয়া থেকে মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া সংবাদ প্রচার করে দেশ, জাতি ও সরকার কে নগ্নভাবে নেতিবাচক ধারায় তুলে ধরে চরম ক্ষতি সাধন করছেন। এসব ভূয়া মিডিয়া ও সাংবাদিকদের তৈলমদন করছেন সরকারী কর্মকর্তাগণ। এদেরকে প্রশাসন জামাইর কদরে লালন করছেন। এদের কারণে প্রকৃত সংবাদ মাধ্যম ও সাংবাদিকগণ কোণঠাসা হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ জরুরি। এদের কাছ থেকে প্রশাসনিক কর্মকর্তাদের দূরে থাকা উচিৎ। তাদের উচিৎ যাচাই-বাছাই করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের আশ্রয় প্রশ্রয় দেয়া। আজকাল দোকানদার, রিকসাওয়ালাও অনলাইন মিডিয়া পরিচালনা করছেন। যা নীতি-নৈতিকতা বহির্ভূত। সংবাদ মাধ্যম অনুমোদন ও নিবন্ধন সংক্রান্ত একাধিক আইন রয়েছে। সাংবাদিক হওয়ারও বিধিমালা রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা যেমন- সচিব, ডিসি, এস পি, ও সি সহ অন্যদের এ সংক্রান্ত যাচাই-বাছাই করা উচিৎ। তা না হলে দেশ, জাতি ও সরকার রসাতলে যাবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

সম্পাদকীয়

করোনা মোকাবেলায় চলতি বাজেট কার্যকরী ভূমিকা রাখবে ২০২১-২২ অর্থ বছরের বাজেট ইতোমধ্যেই জাতীয় সংসদে পেশ …

কপি না করার জন্য ধন্যবাদ।