আজকের শরীয়তপুর প্রতিবেদক:
১৬ ডিসেম্বর । মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন এর আয়োজনে স্বাধীনতা মঞ্চে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। মহান বিজয় দিবসের অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান ও ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর

উদ্বোধন শেষে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, বয়েজ স্কাউট, গালর্স গাইড, বিভিন্ন শিশু সংঘঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান । কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন ।
Facebook Comments