শরীয়তপুরের ডামুড্যায় ইয়াবাসহ দুজন আটক

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

শরীয়তপুরের ডামুড্যায় ইয়াবা ট্যাবলেট ১শত পিস, ইয়াবা বিক্রির টাকা ও খাওয়ার সরঞ্জামসহ দুইজন কে আটক করেছে ডামুড্যা থানা পুলিশ।

বুধবার ২৩ নভেম্বর রাত ৮ টায় ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারের গার্লস স্কুল রোড, আদর্শ লাইব্রেরি আপেল মাহমুদ ও সুমন ফকির কে ১শত পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম সহ আটক করা হয়েছে।

আটক হওয়া আপেল মাহমুদ (৩৯) ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি গ্রামের মৃত কালু সর্দারের ছেলে, সমুন ফকির (২৮) পিতা ইসমাঈল ফকির, গ্রাম -ঠেঙ্গারবাড়ী ।

বিষয়টি নিশ্চিত করে ডামুড্যা থানা পুলিশের এ এসআই মুকুল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডামুড্যা থানাধীন ডামুড্যা বাজারের আদর্শ লাইব্রেরির বই বিক্রেতা আপেল মাহমুদ ও সুমন ফকির । তিনি দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

 

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলম বলেন, ১শত পিস ইয়াবা, নগদ টাকা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম সহ দুইজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল, সে ইয়াবার ডিলার । গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মুকুল ও এসআই অমল,এসআই ফুয়াদ সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে আটক করে। মাদকবিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

দুজন চিকিৎসকে চলছে শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স

আজকের শরীয়তপুর প্রতিবেদক: মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ কারণে …

কপি না করার জন্য ধন্যবাদ।