আজকের শরীয়তপুর প্রতিবেদক:
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২২ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এর উদ্যোগে সুশাসন বিষয়ক সেমিনার’ আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম । সেমিনারে সম্মানিত প্রধান অতিথি সুশাসন সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিনিয়র স্ট্র্যাটেজিক এডভাইজার, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া, এটুআই এবং সাবেক সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মিজ কামরুন নাহার, স্থানীয় সরকার বিভাগ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, ভূমি মন্ত্রণালয় পিএএ সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের কমিশনার মোঃ খলিলুর রহমান। উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন ঢাকা বিভাগের সকল জেলার জেলা প্রশাসকগণ, স্থানীয় সরকারের উপপরিচালকগণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)গণ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাগণ।
Facebook Comments