ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:
অসাম্প্রদায়িক বাংলাদেশে আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে জেলা পর্যায়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে ঝিনাইদহ জেলা প্রশাসন।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সম্প্রীতি সমাবেশ উপলক্ষে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় এবং মুক্তমঞ্চে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্ম, বর্ণ, জাত, পেশা নির্বিশেষে সকল স্তরের জনগণ এই র্যালিতে অংশ নেয় এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দেয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাশক মনিরা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -১ আসনের সংসদ সদস্য  মো: আব্দুল হাই ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  মোঃ ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সাইদুল করিম মিন্টু,  সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক। এছাড়া, উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীগণ।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

এসএসসি পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

আজকের শরীয়তপুর প্রতিবেদক: এস এস সি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে শরীয়তপুরের …

কপি না করার জন্য ধন্যবাদ।