আজকের শরীয়তপুর প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্যালক কন্যা ও আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি শেখ মিলি ৫ জুন রোববার ২০২২ উন্নত চিকিৎসার জন্য কলকতায় যান। ৯ জুন বৃহস্পতিবার কলকাতায় টাটা মেডিক্যাল সেন্টার ক্যান্সার হাসপাতালে চিকিৎসা সম্পন্ন হয়েছে। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষায় শেখ মিলির রিপোর্ট ভাল এসেছে। ডাক্তার বলেছেন, ৬ মাস পর এসে আবার ফলোআপ করে যেতে।
আজকের শরীয়তপুর-কে শেখ মিলি বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় এবং আপনাদের সবার ভালোবাসা ও দোয়ায় আমার রিপোর্ট ভাল এসেছে। আমার অসুস্থতার খবর জেনে আপনারা যেভাবে আমার জন্য দোয়া ও মিলাদ মাহফিল করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ ও ঋণী । আমি খুবই সাধারণ মানুষ। আপনাদের ঋণ শোধ করার মত আমার কোনো ক্ষমতা নেই। আমিও আপনাদের অনেক অনেক ভালোবাসি।
শেখ মিলি সকলের নিকট দোয়া ও ভালোবাসা চেয়েছেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় মহান আল্লাহ পাকের কাছে তিনি সকলের জন্য দোয়া করেছেন। তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Facebook Comments