আজকের শরীয়তপুর প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভেদরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১২জুন) বিকেল ৫ টার সময় ভেদরগঞ্জ উপজেলার শহীদ আক্কাছ ও শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন।
দৈনিক হুংকার পত্রিকার বার্তা সম্পাদক এম হারুন অর রশিদের সঞ্চালনায় যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন (হিরু’র) সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন।
এ সময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ফারুক আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী কর্মকর্তা গিয়াসউদ্দিন, ,সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি.এম. গোলাম মোস্তফা, ডামুড্যা রিপোটার্স ইউনিটির সভাপতি মিরাজ সিকদার,সাধারন সম্পাদক রিয়াদ মাতবর, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আসাদ গাজী, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি রায়েজুল আলম, চ্যানেল এস’র প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাসুম তালুকদার, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি মাহাবুব তালুকদার, দৈনিক রুদ্রবার্তা ও আজকের শরীয়তপুর পত্রিকার প্রতিনিধি বাবু সিকদার, সাংবাদিক সাদ্দাম হোসেন,সাংবাদিক মনোয়ার হোসেন দিবু সহ প্রমুখ।
Facebook Comments