বেনসন সিগারেটের মূল্য কত?

আজকের শরীয়তপুর রিপোর্টঃ ব্রিটিশ আমেরিকা টোব্যাকো লিঃ এর জনপ্রিয় ব্রান্ড বেনসন সিগারেটের মূল্য কত তা নিয়ে নানা প্রশ্নের সৃস্টি হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটের পূর্ব থেকেই জনপ্রিয় এ ব্রান্ডের সিগারেটটির মূল্য নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। একই বাজারে দোকান টু দোকান সিগারেটটির মূল্য একেক রকম । কোন দোকানে ১৩ টাকা, কোন দোকানে ১৪ টাকা, কোন দোকানে ১৫ টাকা মূল্যে প্রতি শলাকা সিগারেট বিক্রি হচ্ছে। একই পন্যের এ তিন ধরনের মূল্য পরিশোধ করতে গিয়ে ক্রেতা বিক্রেতার কথা কাঁটা-কাঁটি লেগেই আছে। এ উচ্চবাচ্য থেকে চলছে তো চলছেই। বিক্রেতারা নানা যুক্তি ও তথ্য দিয়ে একেক ধরনের মূল্য নিচ্ছেন। যুক্তি ও তথ্য দিয়ে তারা বলছেন যে, কোম্পানি দাম বাড়ালে তাদের কিছু করার থাকেনা। এ যুক্তি আবার নানা ধরনের। কেউ কেউ বলছেন দুস্পাপ্যতার কারণে তারা অধিক মূল্য নিতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ বলছেন, খুচরা মার্কেট থেকে ক্রয় করে বিক্রির ফলে তারা অধিক মূল্য না নিয়ে পারছেন না।
যে যাই বলুক এসব তথ্য ও যুক্তি ধোপে টিকে না। বিগত বাজেটের বেনসন সিগারেটের মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি শলাকার দাম ধরা হয়েছে ১১ টাকা। খুচরা যা ১২ টাকা দরে বিক্রি হতো। নিশ্চয় এবারের বাজেট প্রতি শলাকা সিগারেটের দাম ১ টাকাও বৃদ্ধি পায়নি। তারপরও ১ টাকা দিতে ক্রেতারা উৎসাহী। আর খুচরা ১ টাকা বৃদ্ধি পেলে প্রতি শলাকার দাম পড়ে ১৩ টাকা। ১৩ টাকার স্থলে ১৫ টাকা নিয়ে মগের মুল্লুক কায়েম করে যাচ্ছেন বিক্রেতারা। এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকা টোব্যাকো লিঃ নির্বিকার। তারাও বলছেন না বেনসনের আসল মূল্য কত? বিষয়টি সম্পর্কে এনবিআর সহ সংশ্লিষ্টদের নজর দেয়া দরকার।

Facebook Comments

About Sm Sohage

কপি না করার জন্য ধন্যবাদ।