ভেদরগঞ্জ প্রতিনিধি:
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউসুফ আলী সরকার কান্দি ঐতিহ্যবাহী মাদবর বাড়ির রাসেদ মাতবরের ছেলে তানভীর আহম্মেদ এর ৪র্থ তম শুভ জন্মদিন নানা হয়।
১৪ মে শনিবার ২০২২ বিকেল ৫টায় তানভীর এর নানা বাড়ি ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া বড় তালুকদার বাড়ি তার মামা আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি এম গোলাম মোস্তফার নিজ বাসভবনে কেক কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় তানভীরের নানি মমতাজ বেগম, মা ইরিনা ইসলাম শিলা, বড় মামা টি এম গোলাম মোস্তফা, ছোট মামী, ফুফী সহ বাড়ির আত্মীয় স্বজন ও সাংবাদিক বাবু সিকদার উপস্থিত ছিলেন।
Facebook Comments