“জ্ঞানের শক্তিতে বলীয়ান জাতিই সমৃদ্ধ জাতি।” – সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

টি. এম. গোলাম মোস্তফা:
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, ‘পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ’ এর প্রেসিডেন্ট, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, মহান আল্লাহ্ তা’য়ালা জ্ঞানার্জনকে নারী-পুরুষ উভয়ের জন্যই অবধারিত করেছেন। এ সম্পর্কে গুরুত্বারোপ করতে গিয়ে আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তোমরা জ্ঞানার্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও (অর্থাৎ সর্বোচ্চ দূরত্বে)।” পার্থিব জ্ঞান আমাদেরকে পৃথিবীর জীবনকে আলোকিত করবে। কিন্তু মহান আল্লাহ্ তা’য়ালা এর গুপ্তরহস্যের অসীম মহাসমুদ্রে অবগাহন করতে হলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত অলি আল্লাহ্গণের সাহচর্যে গিয়ে সুফিবাদ, তাসাউফের চর্চায় মনোনিবেশ করতে হবে। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “আমি জ্ঞানের শহর, আর আমার হযরত আলি (রাঃ) হলেন তার দরজা।” পবিত্র কুরআনুল কারিম, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পবিত্র সুন্নাহ, আহলে বায়াতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), ইসলামের মহামনীষীদের আদর্শকে প্রকৃতভাবে জেনে, বুঝে জীবনে বাস্তবায়ন করতে পারলে মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় বিপ্লব সাধন করে আবারো হৃতগৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী আরো বলেন, তরুণ প্রজন্মকে শুদ্ধ জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করতে হবে। জ্ঞানের শক্তিতে বলীয়ান জাতিই সমৃদ্ধ জাতি। এ লক্ষ্যে আমাদের সামাজিক ব্যবস্থা, কাঠামোকে ঢেলে সাঁজাতে হবে। ‘তরিক্বা-এ-মাইজভাণ্ডারীয়া’ সবসময়ই জ্ঞানচর্চাকে উৎসাহিত করে। মাইজভাণ্ডার শরীফের প্রতিষ্ঠিত বিভিন্ন সংগঠনসমূহ, খানকাহ্ শরীফ, দাওয়াতুল হাসানাহ্, প্রকাশনা ও আয়োজিত জাতীয়-আন্তর্জাতিক অনুষ্ঠান, সম্মেলনগুলো জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
২৯শে মার্চ, ২০২২ মুন্সিগঞ্জে জেলার ডিংগাভাংগা মরহুম আবদুর রশিদ শেখ ও এলাকার মুরব্বিদের স্মরণে আয়োজিত ওয়াজ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় অংশগ্রহণ করেন,মওলানা শেখ সাদী আবদুল্লাহ মাইজভানডারী,মওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাকসুদুর রহমান মাইজভাণ্ডারী, হাফেজ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুনাজাতে অংশগ্রহণ করেন।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

এসএসসি পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

আজকের শরীয়তপুর প্রতিবেদক: এস এস সি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে শরীয়তপুরের …

কপি না করার জন্য ধন্যবাদ।