আজকের শরীয়তপুর প্রতিবেদক:
১৭ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ”আমার রাজ্জাক” স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে, ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠ প্রাঙ্গনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আনন্দ মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর অধ্যক্ষ মোঃ জহিরউল্লাহ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগে এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ এনামুল হক ইমরানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments