শরীয়তপুর প্রতিনিধিঃ// শরীয়তপুর গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৫১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিষয়টিকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। গত ২৬ শে জুন বুধবার সরেজমিন ঘুরে স্কুল ছাত্রী ও প্রতিবেশীদের সাথে আলাপকালে জানা যায়, গত ১৯ শে জুন বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা স্কুল ছাত্রীকে বিদ্যালয়ের অফিস কক্ষে অসৎ উদ্দেশ্যে ডেকে নিয়ে ধর্ষন করার চেষ্টা করলে স্কুল ছাত্রী চিৎকার করে অফিস কক্ষ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও বাবা মাকে বিষয়টি খুলে বলেন। স্কুল ছাত্রীর বাবা স্থানীয় সালিসগণকে এ ঘটনার বিষয়টিকে অবগত করলে স্থানীয় সালিসগণ ও স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ রাসেল ঢালী, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় আনসার খানের বাড়িতে সালিসী ব্যবস্থা বসিয়ে আপোষ মিমাংসা করার চেষ্টা করেন। স্থানীয় একাধিক ব্যক্তির সাথে আলাপকালে তারা জানায়, ইতোপূর্বে এ বিদ্যালয়ে একাধিক বার এ ধরণের ঘটনা ঘটেছে।বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না বলে মন্তব্য করেন এবং স্থানীয়রা আরও বলেন, শিক্ষক গোলাম মোস্তফাকে বিদ্যালয় থেকে প্রত্যাহার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাচ্ছি। উল্লেখ্য যে, ২৯ জুন শনিবার শিক্ষক গোলাম মোস্তফার সাথে আলাপকালে তিনি ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেন তবে ঐ ছাত্রীকে মারধরের কথা স্বিকার করেন। গোসাইরহাট প্রাথমিক শিক্ষা কর্মকতা মোঃ লুৎফর রহমানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ৫১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগের বিষয়টি ২৬ শে জুন বুধবার দুপুর দুই টার দিকে জেনেছি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদারকে নিয়ে বিদ্যালয়ে এসে স্কুল ছাত্রীর বক্তব্য শুনেছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে চেষ্টা করে এবং তার বাড়িতে গিয়েও তার পরিবারের লোকজনের সাথে আলাপ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্মকর্তার কাছে বিষয়টিকে জানানো হয়েছে।
Check Also
শরীয়তপুরে প্রায় তিন হাজার মানুষের যাতায়াতের একমাত্র উপায় বাঁশের সাঁকো
আব্দুল বারেক ভূইয়াঃ শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার মহিষকান্দি ও উত্তর হাটুরিয়া গ্রামে প্রায় ৩ হাজার মানুষের …
Facebook Comments