`জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত

আজকের শরীয়তপুর প্রতিবেদক:

‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। ফলে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, জয় বাংলাকে জাতীয় স্লোগান করার।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Facebook Comments

About T. M. Golam Mostafa

Check Also

এসএসসি পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

আজকের শরীয়তপুর প্রতিবেদক: এস এস সি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় এবছরও শীর্ষস্থান ধরে রেখেছে শরীয়তপুরের …

কপি না করার জন্য ধন্যবাদ।